
জমজমাট রিসেপশন পার্টি হয়ে গেল আদিত্য নারায়ণ ও শ্বেতা আগরওয়ালের। বুধবার রাতে দুই সেলেব্রিটির গ্র্যান্ড রিসেপশন পার্টির বেশ কয়েকটি ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের স্যুট ও সাদা সার্ট আর চোখে চশমা পরেছেন আদিত্য। নববধূর পরনে লাল গাউন। গোটা পার্টির নজর কাড়েন শ্বেতা। ছেলের মতই সেজেছিলেন বাবা উদিত নারায়ণ।

করোনার জন্য দুই পরিবারের ঘনিষ্ঠদের মধ্যেই বিয়ের অনুষ্ঠান হয় আদিত্য-শ্বেতার। সোমবার মুম্বইয়ে শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। বলিউডে ডেবিউ ফিল্ম ‘শাপি’তে প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম ও অবশেষে বিয়ের মাধ্যমে সম্পর্কের পরিণতি। বুধবার নিজের বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন আদিত্য।

এদিনের রিসেপশন পার্টিতে দেখা গিয়েছে কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও। স্ত্রী সুনীতা, মেয়ে টিনাকে নিয়ে হাজির ছিলেন অভিনেতা গোবিন্দা। এছাড়াও ছিলেন বলিউডের বেশ কয়েকজন সেলেব্রিটি। নববধূর সঙ্গে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা যায় আমন্ত্রিতদের। সেইসঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় ভারতীকে। ছেলে-বউমার পাশাপাশি মনের আনন্দে নেচে উঠলেন সস্ত্রীক উদিত নারায়ণও।
আর এসব ভাইরাল হতে বেশি সময় লাগেনি।