আজ দিল্লিতে জরুরী বৈঠকে অমিত শাহ। শোনা যাচ্ছে কিছুদিন আগেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বঙ্গদর্শনে এসেছিলেন , এবং তাদের পরিকল্পনা মাফিক যে রিপোর্ট জমা পড়েছে সেই বিষয়েই আলোচনা করা হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। আলোচনায় শাহ এবং নাড্ডা থেকে শুরু করে থাকবেও বহু বড় মাপের নেতারা । পাশাপাশি রাজ্যের সমস্ত বঙ্গ বিজেপি নেতাদের তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠানো হয় কিছুদিন আগেই । শীঘ্রই শাহ ফের বাংলায় আসছেন বলেই জানা যাচ্ছে আর তার আগেই জরুরি বৈঠকের ঘোষণা করেছেন তিনি।

ইতিমধ্যেই তৃণমূলের অনেক বিধায়ক বিজেপিতে নাম লিখিয়েছেন ,কেউ কেউ পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ । সেক্ষেত্রে কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে দল বদলে গেছেন বিজেপিতে সাথে নিয়ে গেছেন আরও ছয় বিধায়ককে। পাশাপাশি তৃণমূলের প্রতি নানান দুর্নীতিগ্রস্ত অভিযোগ এনেছেন শাসক দলের নেতারা। গতকালই তৃণমূল ছেড়েছেন আরও এক বিধায়ক। শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যোগ দিয়েছেন বিজেপিতে। তবে শুধুমাত্র তৃণমূলের বিধায়কদের বিজেপিতে যোগদান নিয়ে যে বঙ্গ দখল করা সম্ভব নয় সেটা ভালই বুঝেছেন গেরুয়া শিবিরের নেতারা সে ক্ষেত্রে কেন্দ্র শীর্ষ নেতাদের নির্দেশ মতো কিছুদিন আগেই বঙ্গ ভ্রমণ করে গেছেন দলের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি শাসকদলের কাছে এও পরিষ্কার যে বঙ্গের শাসক দল প্রতিষ্ঠার জন্য বাঙালির মনে জায়গা করে নেওয়া ভীষণভাবে জরুরি ।সেক্ষেত্রে নেতাজি জন্মজয়ন্তী কে কেন্দ্র করে একের পর এক বড় সিদ্ধান্ত কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জন্মজয়ন্তীকে “পরাক্রম দিবস” ঘোষণা করা হয়েছে।