
কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। কৃষক আইনের বিরোধিতায় লক্ষ লক্ষ কৃষক বিক্ষভ, অনশন চালিয়ে যাচ্ছেন । চলছে রাজনৈতিক মহলের সঙ্গে বৈঠকও । এখনও ফলাফল মেলেনি । কৃষক সভার নেতৃত্বে চলা এই আন্দোলনের মাঝেই এফআইআর দায়ের হলো প্রাক্তন সিপিআইএম সাংসদ তথা এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে। এর আগে তিনি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ ছিলেন । এফআইআরের কথা তিনি নিজে স্বীকারও করেছেন । এই মুহূর্তে যদিও তিনি দিল্লিতেই রয়েছেন সেখানে চলা কৃষি আন্দোলনের নেতৃত্বের দায়িত্বে ।

অবরোধ চলছে দিল্লি ও হরিয়ানার সীমানায় । সরকারের সঙ্গে বার বার বিভিন্ন দফায় আলোচনায় বসলেও তা ব্যর্থ । এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষেরও বেশি কৃষক রাজধানী সিমান্তের কাছে এসে অবস্থান করছেন। বিক্ষোভ শুধু দিল্লিতে নয়, ছড়িয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশেও । দক্ষিন ভারতের রাজ্যগুলিতেও ক্রমশ এর রেষ ছড়াচ্ছে । সরকারের তরফে নানান প্রস্তাব এলেও বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, আইন বাতিল না হলে দিল্লি ঘেরাও চলবেই।