করোনা রুখতে উদ্ধব ঠাকরে ‘জনতা কার্ফু’ জারি করল| এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

দেশজুড়ে করোনা সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে, মহারাষ্ট্র সব থেকে বেশি এগিয়ে| মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার অত্যাধিক হারে বাড়ছে| রাজ্যে শুধু লকডাউন নয়, কড়া ‘জনতা কার্ফু’ জারি হচ্ছে । মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবার প্রশাসনিক এই সিদ্ধান্তের কথা জানালেন। বুধবার, ১৪ এপ্রিল রাত ৮টা থেকে ১ মে সকাল ৭টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধব এক ভিডিয়োবার্তায় জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে কাজ করে চলেছে। কিন্তু যে ভাবে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে স্বাস্থ্য পরিষেবার উপর প্রবল প্রভাব পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বার্তায় তিনি আরও বলেন, ‘‘এখন রাজনীতি করার সময় নয়। প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বাড়ছে, হাসপাতালে শয্যার সংখ্যা কমে আসছে, ওষুধের চাহিদাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’’ জমায়েত রুখতে এবং সংক্রমণ রুখতে জারি করা হচ্ছে জনতা কার্ফু। কোনো বিশেষ কারণ ছাড়া বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, সমস্ত সরকারি ও বেসরকারি পরিষেবা, প্রতিষ্ঠান, কাজকর্ম বন্ধ রাখতে হবে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে থাকবে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যবিমা অফিস, ওষুধের দোকান ও ওষুধ-কারখানা। স্যানিটাইজার, মাস্ক, টিকা সরবরাহ ও দেওয়া হবে প্রতিনিয়ত। বিমান, ট্রেন, ট্যাক্সি, অটো, বাস চলবে। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল। তবে খাবার কিনে নেওয়ার সুযোগ থাকবে রেস্তরাঁ থেকে। এছাড়াও , খুব কম সংখ্যক লোকজন নিয়ে রাজনৈতিক সভা, বিয়ে বাড়ি ও শ্রাদ্ধের মতো অনুষ্ঠান করতে হবে। ইতিমধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তাহলে কি ফের যুদ্ধে জড়াতে চলেছে রাশিয়া ? এম ভারত নিউজ

ফের বড়োসড়ো যুদ্ধের সম্ভাবনা রাশিয়ার তরফ থেকে।বেশ কয়েক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনার উপস্থিতি দেখা গেছে। ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী, বোরোনোঝ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইস্কান্দার’ মোতায়েন করছে। ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি বিশ্ব জুড়ে শেয়ার বাজারের উপর […]

Subscribe US Now

error: Content Protected