সলমানের ২৩০০ কোটির সম্পত্তির উত্তরাধিকার কে ?জানুন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 42 Second

বলিউডের তিন খানের মধ্যে অন্যতম সলমন খান। হিন্দি চলচ্চিত্র জগতের কমার্শিয়াল ছবির প্রথম সারির অভিনেতা সালমান খান। অন্যদিকে, সালমান হলেন এই মুহূর্তে বলিউডের সবথেকে এলিজেবল ব্যাচেলর। অনেক সুন্দরীর সঙ্গে নাম জড়ালেও এখনও পর্যন্ত তিনি নিজের জীবন সঙ্গিনী বেছে নেননি।
কিন্তু মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খানের এই মুহূর্তে মোট সম্পত্তি আনুমানিক ৩৬০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩০৪ কোটি টাকা। কমার্সিয়ালি সুপারহিট অভিনেতা সালমান খানের শুধুমাত্র বাৎসরিক আয় আনুমানিক ১৬৫ কোটি টাকা। প্রত্যেক মাসেই তাঁর রোজগার প্রায় কুড়ি কোটি টাকার কাছাকাছি। যদিও ২০২০ সালে মহামারী চলাকালীনও তাঁর বাৎসরিক আয় বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তাঁর বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন এর পিছনেও রয়েছে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট।

কিন্তু ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছেও অবিবাহিত সলমন। একবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে সালমান খান নিজেই স্পষ্ট করে জানিয়ে দেন, “ভবিষ্যতে আমি বিয়ে করবো না । এই রকমই আপাতত সিদ্ধান্ত নিয়েছি।” অর্থাৎ এই কথা থেকেই কার্যত পরিষ্কার আজীবন ব্যাচেলর থাকার সিদ্ধান্তই নিয়েছেন ভাইজান। কিন্তু তাহলে তাঁর আজীবনের রোজগার, ২৩০০ কোটি টাকার ওয়ারিশ কে? কে হবে সলমন খানের বিপুল সম্পত্তির মালিক? এই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন সলমন। তিনি জানান, “আমি চলে যাবার আগে আমার সমস্ত সম্পত্তি ট্রাস্টে অনুদান করবো এবং ভবিষ্যতে যদি আমি কোনদিন বিবাহ না করতে পারি তাহলে আমার পুরো সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে।” অর্থাৎ তিনি অবিবাহিত থাকলে তাঁর অনুপস্থিতে সলমনের বিপুল সম্পত্তির মালিকানা পাবে কোনো ট্রাস্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চিলড্রেন ডে-তে ফিরে দেখা প্রিয় টলি তারকাদের ছোটবেলা । এম ভারত নিউজ

আজ ১৪ নভেম্বর, চিলড্রেনস ডে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু-র জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশু দিবস অর্থাৎ শিশুদের জন্যে দিবস। তাই এদিন সকাল থেকেই ‘#থ্রো ব্যাক’ ক্যাপশন আর তারকাদের ছেলেবেলার ছবির ঝড় যেন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। সকলের প্রিয় বুম্বাদা থেকে ঋতুপর্ণা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected