0
0
Read Time:57 Second
খোঁজ পাওয়া গেল ‘হেপাটাইটিস-সি’ ভাইরাসের । আর এই খোঁজের জন্যই নোবেল পুরষ্কার পেলেন ৩ গবেষক । সোমবার ‘হেপাটাইটিস-সি’ ভাইরাস আবিষ্কারের জন্য আমেরিকান হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটনকে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে নোবেল অথরিটি । WHO-এর মতে বিশ্বে প্রায় ৭০ মিলিয়নেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত যার জন্য প্রতি বছর প্রায় ৪০০,০০০ মানুষের মৃত্যু হচ্ছে এবং । এটি এমন একটি রোগ যা কিনা দীর্ঘস্থায়ী এবং ক্যান্সারের জন্যও দায়ী।