
হলিউডে নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান স্কটিশ তারকা শন কনারি। যিনি সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে হলিউডের প্রথম জেমস বন্ড
হিসাবেই পরিচিত। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি একটানা ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি জেমস বন্ড সিরিজের মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন। ২০০০ সালে ইংল্যান্ডের রানি এলিজাবেথ তাঁকে নাইটহুড সম্মান লাভ করেন শন কারি। জেমস বন্ডের চরিত্রের জন্য তিনি পরিচিত হলেও ১৯৮৮ সালে দ্য আনটাচেবল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে অস্কার পুরস্কার পান। এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। একবার অস্কার ছাড়াও তিনবার গোল্ডনে গ্লোব এবং দু’বার বাফটা পুরস্কারে সম্মানিত হয়েছে শন কনারি।