সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা চলছে বহুদিন । এবার সে জল্পনার অবসান ঘটল । বাম নেতা অশোক ভট্টাচার্য নিজের একটি ফাসবুক পোস্টের মাধ্যমে এমনটাই বুঝিয়ে দিলেন সাধারন মানুষকে । সোউরভের সঙ্গে বন্ধুস্থানীয় সম্পর্ক তাঁর । তিনি লেখেন, “আজ দুপুরে সৌরভ ফোন করেছিল। ও জানাল ওর সম্পর্কে যা লেখা হচ্ছে তা ঠিক না। রাজনীতিতে ও নেই। কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর নিল। ব্রিগেডে আমাকে দেখা যায়নি কেন জানতে চাইল? বললাম ছিলাম মাঠে, মঞ্চে নয়। আমাকে আগাম শুভেচ্ছাও জানাল। কলকাতায় এলে ওর সঙ্গে দেখা হবে বললাম।” ব্রিগেডে যাচ্ছেননা বলো জানিয়ে দিয়েছেন সৌরভ ।
ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক তারকার ঝলক দেখা যাচ্ছে নানান রাজনৈতিক দলে । আজই ফের তৃনমূলে নাম লিখিয়েছেন বিশিষ্ট কীর্তন শিল্পী অদিতি মুন্সি । এখন নির্বাচন শুরু হতে সময় আছে তবে তার মধ্যে আরও কোন পরিচিত মুখ দলে জোগ দিচ্ছেন কিনা সেটা এখনও জানা যায়নি ।