দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । আজ দৈনিক সংক্রমণে ৩ লক্ষ পার করে রেকর্ড গড়েছে ভারত । এই সময়ে নির্বাচনী প্রচার একেবারেই যথাযথ পদক্ষেপ নয় বলেই দাবী করা হয়েছিল বিশেষজ্ঞদের মতে । তবুও আসন্ন বঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় লাগামছাড়া ভাবে চলছিল ভোট প্রচার । তবে এবার কোভিডের কথা ভেবেই আগামীকাল তথা শুক্রবারের বঙ্গ সফর এবং রাজনৈতিক জনসভা বাতিল করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কালই শেষ দফা ভোটের আগে রাজ্যে একদিনে চারটি সভা করার কথা ছিল তাঁর। তবে, হঠাত সংক্রমন বেড়্রে যাওয়ায় আগামীকাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর আর সেই কারণেই পরিকল্পনায় পরিবর্তন এসছে । নিজের এই সিদ্ধান্তের কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন মোদি ।

উল্লেখ্য মোট ৮ দফায় চলছে পশ্চিমবঙ্গের নির্বাচন । এখনও পর্যন্ত ৬ দফা সম্পূর্ণ হয়েছে, বাকি রয়েছে আরও দু’দফা । এই উপলক্ষে কিছুদিন আগে পর্যন্ত যার পর নাই প্রচার চালাচ্ছিল প্রত্যেক রাজনৈতিক দল । তবে আচমকা সংক্রমণ বাড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় নিজের প্রচার বন্ধ করেছেন । ওদিকে বামেদের ওপর মহলের নেতা সুজন চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ায় প্রচারে কিছুটা লাগাম পড়েছে । আর এবার বিজেপিও কি সেই পথেই হাঁটবে সেটাই দেখার ।