ইউনিয়ন বাজেট অধিবেশনের সময় মধ্যবিত্তের কথা মাথায় রাখা হয়েছিল ঠিকই ,তবে বাজেট অধিবেশনের এক সপ্তাহের মধ্যে একটানা আটদিন ধরে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়ে চলেছে। পাশাপাশি আজ নবম দিনেও এই ধারা অব্যাহত থাকলো। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ছে ২৪ পয়সা। ওদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা ।কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটারে হল ৯০ টাকা ৭৮ পয়সা।আর লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৮৩ টাকা ৫৪ পয়সা।
ইউনিয়ন বাজেট অধিবেশনের পর থেকেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। পাশাপাশি কেন্দ্রের শুল্ক কমানোর সম্ভাবনার মধ্যেই পেট্রোলের দাম বেড়েই চলেছে । বিশেষজ্ঞদের মতে , বাজেট অধিবেশনে কৃষি উন্নয়ন পরিকাঠামো নির্মাণ সেস বসানোর ফলে বাড়তেই পারে বলে জানানো হয়েছে।
তবে শুধু মহানগরীতেই নয়, পাশাপাশি দাম বাড়ছে অন্যান্য রাজ্যে ও গতকাল মধ্যপ্রদেশে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। সূত্রের খবর অনুসারে গতকাল এই ঘটনার প্রতিবাদ করে ভূপালের একটি পেট্রোল পাম্পে এক যুবক অভিনব ভাবে তাঁর প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছেন।