সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই মিছিল ও রাজনৈতিক সভা তৃণমূলের শ্রমিক সংগঠনের। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের প্রতাপদিঘী বাজারে !এই মিছিলের আয়োজন করা হয়। উপস্থিতি ছিলেন এগরা মহকুমা আইএনটিটিইউসি’র সাধারণ সম্পাদক মানস রায়, পটাশপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণালকান্তি দাস সহ জেলা নেতৃত্বরা। এদিন মিছিলে থাকা বেশিরভাগই কর্মীদের মুখেই মাস্কের দেখা মেলেনি। সেইসঙ্গে করোনা আবহে প্রচুর কর্মীসমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। বিষয়টি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের মহকুমা সাধারণ সম্পাদক মানস রায়ের সাফাই, “বুথের শ্রমিক সংগঠনের নেতৃত্ব- স্থানীয়দেরই ডাকা হয়েছিল। উৎসাহী অনেক কর্মী-সমর্থক চলে এসে ছিলেন”। পাশাপাশি তাঁর দাবি, মিছিলে সকলের মুখেই মাস্ক ছিল। এমনকি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই সভা হয়েছে বলেই দাবি করেন তিনি। যদিও স্থানীয়দের দাবি, কোনরকম বিধি না মেনেই সভা করেছে তৃণমূলের ওই শ্রমিক সংগঠন।
নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সভা তৃণমূলের শ্রমিক সংগঠনের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 37 Second