ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক তৈরি হচ্ছে তা অনেক আগেই জানা গিয়েছিল কিন্তু বাজপেয়ীর চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে ছিল প্রশ্ন। এবার প্রকাশ পেল সেই অভিনেতার নাম । বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে ‘মির্জাপুর’ খ্যাত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। এই ছবির নাম দেওয়া হয়েছে ‘ম্যায় রহুঁ ইয়া না রহুঁ, ইয়ে দেশ রহনা চাহিয়ে অটল’।
অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি সে কথা তিনি নিজেই জানিয়েছেন। তার সাথে দেখা গিয়েছে ছবির পরিচালককেও। ক্যাপশনে তিনি লিখেছেন অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত উক্তি ‘হাম জিয়েঙ্গে তো ইস ভারতকে লিয়ে, অর মারেঙ্গে তো ইস ভারত কে লিয়ে’। দেখুন সেই পোস্ট ।
পঙ্কজ ত্রিপাঠি এ বিষয়ে বলেন “উনি একজন মহান রাজনীতিবিদ। যিনি শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন মহান লেখক ও নানান প্রতিভার অধিকারী। তাই তার চরিত্রে অভিনয় করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার”। এনপি-র লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ এর উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে ছবিটি। আগামী বছর ২০২৩ সালে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন