0
0
Read Time:44 Second
অপেক্ষার অবসান ঘটিয়ে ফের কালারস চ্যানেলের বিতর্কিত রিয়ালিটি শো সলমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’ শুরু হতে চলেছে । ১৪ তম সিজন নিয়ে ফিরছে এই শো । কিছুদিন আগেই শো-এর প্রোমো মুক্তি পায় । সেখানেই এবারের থিম সম্পর্কে জানা যায় । সোমবার শো-এর কর্তৃপক্ষ চ্যানেল সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে শুরুর দিনক্ষণ । বিগ বস ১৪-র গ্র্যান্ড প্রিমিয়ার হবে ৩ অক্টোবর, ২০২০ । শনিবার রাত ৯টায়।