পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, তিরথ সিং রাওয়াত। শপথ নেওয়ার চার মাসের মধ্যেই সাংবিধানিক জটিলতা এড়াতে এমন সিদ্ধান্ত নেন তিনি। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্যের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জানা যাচ্ছে উত্তরাখণ্ডের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

আজই উত্তরাখণ্ডে পৌঁছানর কথা রয়েছে তাঁর। এবার প্রশ্ন হল হঠাৎ কেন পদত্যাগ করলেন তিনি ? সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিধায়ক নন এমন কোনো প্রার্থী মুখ্যমন্ত্রী পদের জন্য যথাযোগ্য নন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যেই কোন না কোন বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হয়ে আসতে হবে তাঁকে। ইতিমধ্যেই শপথ গ্রহণের পর পার হয়ে গিয়েছে চার মাস। তবে উপনির্বাচনের ব্যাপারে এখনও কোনো উচ্চপাচ্য করা হয়নি। হাতে দু মাস সময় থাকলেও কোনো রকম কোনো রিস্ক নিতে চান না তিনি।

যদিও দলীয় সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ বিবাদের কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিরথ সিং রাওয়াত। ২০২২ এ বিধানসভা নির্বাচন হতে চলেছে উত্তরাখণ্ডে । আর তার আগে কোন রকম ভাবেই উপনির্বাচনের পক্ষপাতিত্ব নয় ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। গত তিনদিন ধরে দিল্লির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিরথ সিং রাওয়াত, আর সেখানেই মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় , রাওয়াতের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে ওই আসনে বসানো হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Next Post

মহানগরীকে টেক্কা দিয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাল দার্জিলিঙে । এম ভারত নিউজ

অবশেষে রাজ্যে সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম। তবে মহানগরীতে নয় ! হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও সত্যি। রাজ্যের মেট্রোপলিটন সিটি কোলকাতাকে পিছনে ফেলে ১০০ পার করল দার্জিলিং , আলিপুরদুয়ারের পেট্রোলের দাম। আজ সকালে সংশোধিত মূল্য অনুসারে, দার্জিলিঙে পেট্রোলের দাম দাঁড়াল লিটারপ্রতি ১০০ টাকা ৪৮ পয়সায়। আলিপুরদুয়ারে পেট্রোলের নয়া দাম হয়েছে লিটারে […]
state_30

Subscribe US Now

error: Content Protected