সরাসরি হুমকি আম্বানিকে । ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে’র কর্ণধার মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি বাজেয়াপ্ত হল মুম্বইতে আম্বানির বাড়ি থেকে কিছু দুরেই রেখে যাওয়া একটি পরিত্যক্ত গাড়ি থেকে । আম্বানি পরিবারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘নীতা ভাবি(Nita Ambani), মুকেশ ভাইয়া, এটা শুধু একটি ট্রেলার। পরের বার মালপত্র ভর্তি করে তোমাদের কাছে গাড়ি যাবে।’ এছাড়াও সেই গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২০টি জিলেটিন স্টিক। ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ । জেরাও করা হয়েছে বেশ কয়েকজনকে । জানা গেছে, যে গাড়ি থেকে এই চিঠি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই গাড়িটির নম্বর প্লেটটি জাল করা, গাড়িটি চুরির, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে গাড়িটি পার্ক করার পরে হুডার পরা একজন গাড়ি থেকে নেমে উধাও হয়ে যায় । গাড়িটি ওরলির দিক থেকে এসেছিল বলেই আন্দাজ পুলিশের ।
আম্বানির বাড়ির সামনে মিলল বিস্ফোরক বোঝাই গাড়ি । এম ভারত নিউজ
সরাসরি হুমকি আম্বানিকে । ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে’র কর্ণধার মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি বাজেয়াপ্ত হল মুম্বইতে আম্বানির বাড়ি থেকে কিছু দুরেই রেখে যাওয়া একটি পরিত্যক্ত গাড়ি থেকে । আম্বানি পরিবারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘নীতা ভাবি(Nita Ambani), মুকেশ ভাইয়া, এটা শুধু একটি ট্রেলার। পরের বার মালপত্র ভর্তি করে তোমাদের কাছে গাড়ি যাবে।’ এছাড়াও সেই গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২০টি জিলেটিন স্টিক। ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ । জেরাও করা হয়েছে বেশ কয়েকজনকে । জানা গেছে, যে গাড়ি থেকে এই চিঠি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই গাড়িটির নম্বর প্লেটটি জাল করা, গাড়িটি চুরির, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে গাড়িটি পার্ক করার পরে হুডার পরা একজন গাড়ি থেকে নেমে উধাও হয়ে যায় । গাড়িটি ওরলির দিক থেকে এসেছিল বলেই আন্দাজ পুলিশের ।