আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেননা দাদা । আরও একদিন হাসপাতালেই থাকতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় । উডল্যান্ড হাসপাতালের সিইও রুপালী বাসু জানিয়েছেন, অন্য কোন সমস্যা নেই, শারীরিক দিক থেকেও সম্পূর্ণ মহারাজ । তবে তিনি নিজেই আরেকদিন থাকতে চান হাসপাতালে । এটা একান্তুই তাঁর নিজস্ব ইচ্ছে । একদিন বিশ্রাম নিয়ে আগামী কাল বাড়ি ফিরবেন সৌরভ ।

আজই হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল দাদার । সেই মতো সমস্ত প্রস্তুতি চলছিল । হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও । তবে আচমকাই মত বদল ক্ষোদ সৌরভের । তিনি আরও একদিন সেখানেই বিশ্রামে থাকতে চান । এমনটাই জানান হাসপাতাল কর্তৃপক্ষকে । একথা সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসক সপ্তর্ষি বাসু এবং হাসপাতালের সিইও রুপালী বাসু ।
গতকালই দেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি উডল্যান্ড হাসপাতালে পৌঁছে সৌরভের সমস্ত রিপোর্ট দেখে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাঁকে আজই ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন । সেই মতই প্রেস থেকে অজস্র অনুগামীর ভিড় দেখা গিয়েছিল আজ হাসপাতালের বাইরে । আগামীকাল ছাড়া পেয়ে বেহালার বাড়িতেই যাবেন দাদা । এখন বেশ কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে তাঁকে । যাবতীয় কাজকর্ম বাড়ি থেকেই তাঁকে করতে হবে । এই মুহূর্তে বাড়ির বাইরে পা রাখা তাঁর পক্ষে একেবারেই নিরাপদ নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা ।