পুরুষ হয়ে লম্বা চুল রাখার অপরাধে হাজতবাস শিল্পীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

পুরুষ হয়ে লম্বা চুল দাড়ি! শুধুমাত্র এই ‘অপরাধেই’ হাজতবাস করতে হল পাকিস্তানি এক শিল্পীকে। পাকিস্তানের লাহোরের বাসিন্দা আবুজার মধু পেশায় একজন শিল্পী এবং শিক্ষক। কয়েকদিন আগেই লাহোরে রিক্সা ধরার জন্য অপেক্ষা করছিলেন মধু। ঠিক তখনই হঠাৎ করেই পুলিশ এসে আটক করে তাঁকে। তারপরই সটান তাঁকে হাজির করা হয় থানায়। পুরো ঘটনাটিই সম্প্রতি ট্যুইট করে জানিয়েছেন মধুর এক বন্ধু। নাতাশা জাভেদ লাহোরে শিশুদের অধিকার নিয়ে কাজ করেন। তিনিই সমস্ত ঘটনাটি পোস্ট করেন ট্যুইটারে। তিনি লিখেছেন,” কয়েকদিন আগে লাহোরে আমার বন্ধু আবুজারকে পাঞ্জাব প্রদেশের পুলিস তুলে নিয়ে যায়। গোটা একটা রাত, তাঁকে মডেল টাউন থানার লকআপে বন্দি রাখা হয়। কারণ: তার লম্বা চুল।”

নাতাশা পরের ট্যুইটে লেখেন, “আবুজার একজন শিল্পী ও শিক্ষক। সে যখন কালমা চকে রিক্সার অপেক্ষা করছিল, তখন একটি পুলিস ভ্যান তার সামনে এসে তাকে দাঁড় করায়। পুলিস তার পরিচয়পত্র দেখতে চায়। আইডি দেখানোর পরেই গাড়িতে থাকা অফিসার বাকি পুলিস কর্মীদের, আবুজাকে ভ্যানে তোলার নির্দেশ দেন।” এমনকি এও জানা গিয়েছে পুলিশের সমস্ত প্রশ্নের উত্তরই দিয়েছিলেন মধু। তারপরেও ছাড়া হয়নি তাঁকে। শুধুমাত্র তাঁর সাজপোশাক এবং লম্বা চুলের জন্যই তাঁকে হেনস্তা করা হয় বলেই অভিযোগ জানিয়েছেন শিল্পী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তোলপাড় পড়ে যায় নেটিজেনদের মধ্যে । এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নতুন গ্রহের সন্ধান ছায়াপথে । এম ভারত নিউজ

মহাবিশ্বে মিলল আমাদের মতই আরও একটি সৌরজগৎ। সেখানে আমাদের পৃথিবীর মতই দুটি গ্রহ পাক খেয়ে চলেছে সুর্যের থেকে খানিক বড় আকারের একটি নক্ষত্রের চারপাশে। বহুদিন ধরেই ছায়াপথে প্রানের সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু সম্প্রতি এই দুটি গ্রহ আবিষ্কার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিজ্ঞানী মহলে। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোস্যাইটির বিবৃতিতে প্রকাশিত হয়েছে এই […]

Subscribe US Now

error: Content Protected