আপেল অর্ডার করে মিলল আইফোন। তাজ্জব ঘটনায় খুশি ক্রেতা। এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 21 Second

‘নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম’। ছোটোবেলায় আমরা প্রায় সকলেই পড়েছি এই টুনটুনির গল্প। এবার সেটাই যেন সত্যি হল। অনলাইনে এক জিনিস অর্ডার দিয়ে অন্য জিনিস পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাবলে আপেল অর্ডার করে এক্কেবারে সোজা অ্যাপেলের আইফোন? সম্প্রতি এমনটাই ঘটেছে ব্রিটেনের নিক জেমস নামক এক ব্যক্তির সঙ্গে। মুদি দোকানে আপেল অর্ডার করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু জিনিস পত্র ডেলিভারি হওয়ার সময় দেখলেন অন্যান্য জিনিসের সাথে ব্যাগের মধ্যে জলজ্যান্ত একখানা আইফোন। যা দেখে খুব স্বাভাবিক ভাবেই চমকে যান জেমস। তবে বছর ৫০এর ওই ব্যক্তি এটা বিশ্বাসই করেননি যে ওটা সত্যিই আইফোন। বরং ভেবেছিলেন ইস্টার এগ বা ওই জাতীয় কোনও জিনিস সারপ্রাইজ হিসেবে এসেছে। কিন্তু যখন সত্যিই বুঝতে পারলেন যে দোকান থেকে অ্যাপেলের ফোনই এসেছে, তখন বুঝলেন আপেল ফলের বদলে আইফোন ডেলিভারি দেওয়া হয়েছে তাঁকে। পরে অবশ্য জানা যায়, যে দোকানে জেমস জিনিসপত্র অর্ডার করেছিলেন, সেখান থেকে একটি বিশেষ স্কিমে উপহার পাঠানো হয়েছে তাঁক

Tesco Mobile নামক একটি সংস্থা তাদের ‘super substitutes’ প্রোমোশনের জন্য আইফোন, এয়ারপড এবং স্যামসাংয়ের ডিভাইস উপহার দিয়েছে ক্রেতাদের। এমনই উপহার পেয়েই খুশির খবর টুইটারে শেয়ার করেছিলেন জেমস। তারপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাঁর সেই টুইট। এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে খুশিতে ডগমগ হয়ে ওই মুদি দোকান এবং মোবাইল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন জেমস ও তাঁর পরিবার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশে লাগামছাড়া করোণা, পিছোল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। এম ভারত নিউজ

করোণায় নাজেহাল দেশ।রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে পিছিয়ে দেওয়া হল ইঞ্জিনিয়ারিং -এ ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল আজ এই ঘোষণা করেছেন। জয়েন্টের এই প্রবেশিকা পরীক্ষাটি হওয়ার কথা ছিল চলতি বছরের ২৭ থেকে ৩০শে এপ্রিল অবধি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ট্যুইট করে লেখেন, […]

Subscribe US Now

error: Content Protected