টিকায় অগ্রাধিকার পাচ্ছেন কারা, জানাল রাজ্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

টিকায় অগ্রাধিকার পাচ্ছেন কারা, জানাল রাজ্য । ভ্যাক্সিনের হাহাকার রাজ্য জুড়ে । বহু জায়গায় দীর্ঘ সময় ধরে লাইন দিয়েও মিলছে না টিকা । প্রথমে ৪৫ বছরের বেশি বয়সিদের টিকায় অগ্রাধিকার দেওয়া হলেও এখন ১৮ বছরের বেশি যারা রয়েছেন তাঁরাও এই টিকা পাওয়ার আওতায় । যদিও তা এখন সেই ভাবে কার্যকর হয়নি রাজ্যে । এইবার টিকার এই সমস্যায় কারা টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তা নির্ধারিত করে দিল রাজ্য । সরকারি নির্দেশ মেনে সাধারণ মানুষ যেভাবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা পাচ্ছেন, তা চালু থাকবে। এছাড়া, কোভিড যোদ্ধারা তো রয়েছেনই, এর পাশাপাশি যারা বেশি করে মানুষের সমাগমে আসেন, যাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তাঁরা পাচ্ছেন টিকায় অগ্রাধিকার । এই তালিকায় কারা রয়েছেন দেখে নিন –

১। ট্যাক্সি, অটো, টোটো ও রিকশা চালক। 

২। সরকারি ও আধা সরকারি কর্মী। যাঁদের ভোট প্রক্রিয়ার সময় টিকা নেওয়া হয়নি। এর মধ্যে শিক্ষকরাও রয়েছেন। 

৩। কোভিড স্বেচ্ছাসেবী। 

৪। সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।

৫। সাংবাদিক।

৬। যৌন কর্মী ও রূপান্তরকামী। 

৭। হকার। পাবেন সংবাদপত্র বিক্রেতারা। 

৮। জরুরি পণ্যে ডিলার, কর্মী। রেশন, কেরোসিন ও এলপিজি  ডিলার। পেট্রোল পাম্পের কর্মী। 

৯। আইনজীবী, মুহুরি, ক্লার্ক ও আদালতের কর্মী। 

১০। শাক-সবজি, মুদিখানা, মাছ ও বাজারে অন্যান্য পণ্যের বিক্রেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কলকাতায় ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম । এম ভারত নিউজ

করোনা পরিস্থিতিতে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম । বিগত কয়েকদিন ধরেই দেশের পাঁচ রাজ্যে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম । এমনকি এই সপ্তাহেই টানা ৪ বার বাড়ল দাম । মূলত দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে চোখে পড়ার মত বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম । দিল্লিতে পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়ে হল ৯২.৫৮ […]

You May Like

Subscribe US Now

error: Content Protected