৭ বছর আগে ঠিক কি ঘটেছিল বেইরুটের বন্দরে ?

user
0 0
Read Time:1 Minute, 41 Second

লেবানানের রাজধানী বেইটরুটে অবস্থা শোচনীয় । ৭ বছর আগে বেইরুটের বন্দরে জোর করে ঢুকেছিল অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই রাশিয়ান জাহাজ । যদি ২০১৩ সালে রোসাস নামক রাসায়নিক বোঝাই রাশিয়ান কার্গো জাহাজ বেইরুটের বন্দরে অপরিকল্পিত ভাবে এসে না ভিড়ত, তাহলে হয়ত আজ এই ঘটনা ঘটত না । ক্যাপ্টেন বরিস প্রোকোশেভ বয়ান দিয়েছেন, “সেদিনের লোভের জন্যই আজ এমন ঘটনা ঘটল।” তিনি জানান, অতিরিক্ত মাল সংগ্রহ করার জন্য লেবাননে থামার নির্দেশ দেওয়া হয়েছিল । ২,৭৫০ টন বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়াম নিয়ে জর্জিয়া থেকে মোজাম্বিক যাচ্ছিল জাহাজটি। তখনই নির্দেশ আসে, জাহাজ বেইরুটে থামানোর । সেখান থেকে কিছু সামগ্রী সংগ্রহ করে, মোজাম্বিক যাওয়ার পথে জর্ডনের আকাবা বন্দরে বোঝাই করতে হবে সেগুলো । মোজাম্বিকে পৌঁছনোর কথা ছিল ওই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। সামগ্রী সংগ্রহ করা নিয়ে আইনি জটিলতার মুখে পড়ে জাহাজটি। কিছু অসুবিধের জন্যে বেইরুট বন্দরেই আটকে যায় রোসাস । তদন্তে এমনটাই তথ্য পাওয়া গেছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবতরণের সময় দু'টুকরো হয়ে গেল বিমান

দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান অবতরনের সময় রানওয়েতে জল জমে থাকায় পিভহলে গিয়ে দুটুকরো হয়ে যায়। ১৮৪ জন যাত্রী ৫ জন কেবিন ক্রু-এবং ২জন পাইলট সহ মোট ১৯১ জন যাত্রী নিয়ে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের নামতে গিয়ে এই ঘটনা ঘটে । বিমানটি দু’ টুকরো  হয়ে রানওয়ে ও তার বাইরেও […]

Subscribe US Now

error: Content Protected