লেবানানের রাজধানী বেইটরুটে অবস্থা শোচনীয় । ৭ বছর আগে বেইরুটের বন্দরে জোর করে ঢুকেছিল অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই রাশিয়ান জাহাজ । যদি ২০১৩ সালে রোসাস নামক রাসায়নিক বোঝাই রাশিয়ান কার্গো জাহাজ বেইরুটের বন্দরে অপরিকল্পিত ভাবে এসে না ভিড়ত, তাহলে হয়ত আজ এই ঘটনা ঘটত না । ক্যাপ্টেন বরিস প্রোকোশেভ বয়ান দিয়েছেন, “সেদিনের লোভের জন্যই আজ এমন ঘটনা ঘটল।” তিনি জানান, অতিরিক্ত মাল সংগ্রহ করার জন্য লেবাননে থামার নির্দেশ দেওয়া হয়েছিল । ২,৭৫০ টন বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়াম নিয়ে জর্জিয়া থেকে মোজাম্বিক যাচ্ছিল জাহাজটি। তখনই নির্দেশ আসে, জাহাজ বেইরুটে থামানোর । সেখান থেকে কিছু সামগ্রী সংগ্রহ করে, মোজাম্বিক যাওয়ার পথে জর্ডনের আকাবা বন্দরে বোঝাই করতে হবে সেগুলো । মোজাম্বিকে পৌঁছনোর কথা ছিল ওই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। সামগ্রী সংগ্রহ করা নিয়ে আইনি জটিলতার মুখে পড়ে জাহাজটি। কিছু অসুবিধের জন্যে বেইরুট বন্দরেই আটকে যায় রোসাস । তদন্তে এমনটাই তথ্য পাওয়া গেছে ।
