বাজার থেকে ফেরার পথে আক্রান্ত যুবক। বেধড়ক মারধর করা হয় তাঁকে।তাঁর অপরাধ ‘জয় শ্রীরাম’ লেখা ছিল তাঁর বাইকে, আর গলায় ছিল গেরুয়া গামছা। এখানেই শেষ নয়, ভাঙচুর করা হয় তাঁর বাড়িও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার পানিহাটি এলাকায়।
সূত্র মারফত খবর, ওই যুবক স্থানীয় বিজেপি নেত্রী রেণু মাহাতোর স্বামী। মঙ্গলবার বাজার থেকে ফিরছিলেন ওই যুবক। হঠাৎ করেই রাস্তায় তাঁকে আটকায় কয়েকজন যুবক। বাইক থেকে নামা মাত্রই বেধড়ক মারা হয় তাঁকে। এর পর ওই যুবকের বাড়িও ভাঙচুর করা হয় বলেই খবর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই তান্ডব চালিয়েছে বলে অভিযোগ ওই যুবকের। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে রাজনৈতিক হিংসা। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভাঙচুর চালানো হয় জামুড়িয়ার বিজেপি পার্টি অফিসে। তারপরই হামলা চলে বিজেপি নেত্রীর স্বামীর ওপর। গোটা ঘটনাতেই কাঠগড়ায় তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
জামুরিয়ার তৃণমূলের বিধায়ক হরেরাম সিং বলেন “বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির গোষ্ঠীদ্বন্ধের ঘটনা তৃণমূলের নামে চালানো হচ্ছে। তবু কর্মী-সমর্থকদের উদ্দেশে সংযত থাকার আবেদন জানাচ্ছি। কোনওরকম প্ররোচনায় যেন তাঁরা যেন পা না বাড়ান তার অনুরোধ করছি।” তিনি আরও যোগ করেন, “কর্মী-সমর্থকদের নিয়ে শান্তি বৈঠক করব।” এই ঘটনার পরই এলাকায় পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত চালাচ্ছেন তাঁরা। যদিও এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি।