‘ইয়াস’ আপডেট : প্লাবিত দীঘার বিস্তীর্ণ এলাকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 45 Second

শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব আর তার আগেই গার্ডওয়াল টপকে হুহু করে জল ডুকছে দীঘার রাস্তায়। ইতিমধ্যে প্লাবিত দীঘার বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে সকাল থেকে ৩০ ফুট উচ্চতার বড় বড় ঢেউ দেখা গিয়েছে দীঘার সমুদ্রে। মূলত ভরা কোটালের জেরেই জল স্তর বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই দীঘার সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত বাজার এবং মার্কেট এলাকায় জল ঢুকতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে দীঘা থানার সামনে জলের উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফুট। এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো জলের নিচে ডুবে গিয়েছে। সমুদ্র জলস্তর বৃদ্ধির কারণেই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বেশ কিছুটা। যার ফলে প্রায় ৫১ নদী বাঁধ ভাঙার খবর সামনে এসেছে, ইতিমধ্যেই প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের ধারণা অনুসারে গত ৬০ থেকে ৭০ বছরের সমুদ্রের এই ভয়াল রূপ দেখেননি তাঁরা। দীঘার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তৎপর রাজ্যের দুই মন্ত্রী, কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র এবং অখিল গিরি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ইয়াস' আপডেট : বিপর্যস্ত গঙ্গাসাগর, প্রায় ডুবে গিয়েছে কপিল মুনির আশ্রম । এম ভারত নিউজ

বিপর্যস্ত গঙ্গাসাগর। ইতিমধ্যেই সাগরের তীব্র জলরাশির কারণে প্লাবিত হয়েছে গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। গলা অবধি জলে ডুবে গিয়েহে সাগরের বিস্তীর্ণ এলাকা । পুরোহিতরা মন্দির ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । আজ ভরা কোটালের জেরে সমুদ্রের জলরাশি ফুলে-ফেঁপে উঠেছে আর তার ওপরে আগত ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত গঙ্গাসাগরের বিভিন্ন এলাকা। প্রসঙ্গত উল্লেখ্য […]

Subscribe US Now

error: Content Protected