নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ আব্বাস সিদ্দিকিকে ভোট দিলে ক্ষতি হবে। এটা বাংলার মানুষ জানে। আর বাংলার মুসলিম মানুষ এত বোকা নন। বিজেপি-সিপিএম আর কংগ্রেস এক। বীরভূমের নলহাটির সন্তোষপুরে একটি মহিলা জনসভায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা ভোটে সিপিএম-কংগ্রেস ও আইএসএফের জোট প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় অনেক ভুল বকেন”। উল্লেখ্য, এদিন রামপুরহাটে বিজেপির একটি জনসভা থেকে শোভন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। সে প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি বলেন, “শোভনের ছেলের বয়স ২২ আর মেয়ের বয়স ১৭ বছর। তিনি তাঁর স্ত্রীকে দেখেন না। পরস্ত্রীর সঙ্গে থাকেন। কই আমার স্ত্রী তো মারা গেছেন, আমি তো কই বিয়ে করেনি?” আসলে ও একটা বাজে ছেলে। এরপরই নিজের কাজের খতিয়ান তুলে ধরেন তৃণমূল নেতা।

শোভনকে নিশানা করে অনুব্রত বলেন, “আমি বিয়ে করলে লোকে কিছু বলবে না। কিন্তু যার ছেলে-মেয়ে, স্ত্রী আছে তার ওপর যে অন্য মহিলার সঙ্গে থাকেন। মনে হয় না তিনি জগতের কোনও মানুষ।”