হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 47 Second

শুভেন্দু অধিকারীকে যেন রক্ষাকবচ প্রদান করেছিল হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের এক বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোনোমতেই গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে। এবার মামলার সেই রায়কেই চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত আবেদন জানানো হয়েছে তৃণমূল সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর, বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হতে পারে বুধবার। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত শুভেন্দুকে কোনও অবস্থাতেই গ্রেফতার করতে পারবে না পুলিশ।

এমনকি রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ভবিষ্যতেও কোনো FIR দায়ের হলেও হাইকোর্টের অনুমতি ব্যতিরেকে তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। হাইকোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য। শুভেন্দুর বিরুদ্ধে যে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা প্রসঙ্গে হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু। তাঁর দাবি ছিল, হয় মামলাগুলি খারিজ করা হয় অথবা সিবিআই তদন্ত হোক। কারণ তাঁর মতে, প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং তাঁর রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই। এই মামলায় বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন, মামলায় সম্পূর্ন সহযোগিতা করতে হবে শুভেন্দুকে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাঁর মর্যাদার কথা বিবেচনা করেই নির্ধারন করতে হবে তদন্তের গতিপ্রকৃতি। সিআইডি বা পুলিশ হঠাৎ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করতে পারবে না কারণ তাঁর পক্ষ হাজির হওয়া সম্ভব না-ও হতে পারে সেই সময়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানিস্তানে মন্ত্রিসভা গঠন তালিবানের । এম ভারত নিউজ

পঞ্জসির দখলের পরেই তড়িঘড়ি সরকার গঠন করলো তালিবান। মঙ্গলবার মন্ত্রিসভার ১৭ জনের নাম ঘোষণা করা হলো তালিবানের পক্ষ থেকে। তালিবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন এই খবর। আফগানিস্তানের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন আফগান মোল্লা মহম্মদ হাসান আখুন্দ। উপ প্রধানমন্ত্রী হলেন আবদুল গনি বরাদর। তালিবানের প্রতিষ্ঠাতা মহম্মদ ওমরের জ্যেষ্ঠ পুত্র মহম্মদ ইয়াকুবকে […]
News_1229

Subscribe US Now

error: Content Protected