চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্টও। নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
মঙ্গলবার সন্ধ্যার বুলেটিনে এমনটাই জানান মেডিক্যাল বোর্ডের সদস্যরা। গত মঙ্গলবার থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই অভিনেতা। হাসপাতাল কর্তৃপক্ষ এ দিন জানান, আগের মতোই কোভিড চিকিৎসা চলছে শিল্পীর। তবে সৌমিত্রর অন্যান্য শারীরিক সমস্যা থাকায় চিকিৎসা বেশ বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাঁর। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে।
শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিন ফের এক বার ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। নতুন করে এমআরআইও করা হয়। সঙ্কটমুক্ত না হলেও, আপাতত স্থিতিশীল সৌমিত্র। শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়, অভিনেতার শরীরে ফুসফুস এবং মস্তিষ্কে ক্যান্সার দেখা দিয়েছে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতেও। তারপরেই সৌমিত্রকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছিল।