হাসপাতালে চিকিৎসারত নিউজিল্যান্ডের একসময়ের অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। জানা গেছে দীর্ঘদিন ধরে হৃদ জনিত সমস্যায় ভুগছেন তিনি। ইতিমধ্যেই এই কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পারা গেছে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে ক্রিস কেয়ার্নসের বয়স ৫১ বছর। ইতিমধ্যেই আ্যরোটিক ডিকসনের জন্য তাঁর শরীরে একাধিকবার অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের। ইতিমধ্যেই কেয়ানার্সকে সিডনির একটি হাসপাতালে স্থানান্তরিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন চিকিৎসক মহল।প্রসঙ্গত উল্লেখ্য আ্যরোটিক ডিকসন, এক ধরনের ক্ষত যা মানুষের শরীরের ধমনীর গাত্রে তৈরি হয়ে থাকে, এবং রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রের এই ক্ষত অঞ্চলটিতে রক্তের প্রবাহের জন্য চাপ তৈরি হয়। যার ফলে ধমনী গাত্রটি কোন কারণে ছিঁড়ে যেতে পারে এবং সেই ক্ষতস্থান দিয়ে রক্ত বাইরে বেরোতে শুরু করলে তা শরীরের জন্য ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে।

ইতিমধ্যেই কেয়ার্নসের এই অসুস্থতার খবর চিন্তায় ফেলেছে তার অনুগামী সহ বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীদের। কেয়ানার্সের জীবনে তিনি কেবল মাত্র একজন ভালো ক্রিকেটারই নন বরং পরবর্তীতে একজন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন। তৎকালীন সময়ে ছাড়াও সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকাতেও নিজের নাম লিখেছেন তিনি। যদিও সিডনির ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য প্রেরণ করতে সক্ষম হননি তাঁরা।