আফগানিস্তানের কান্দাহার প্রদেশ মোতায়েন করা হলো আফগান নিরাপত্তা বাহিনী।মঙ্গলবারই উত্তর আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের প্রত্যাহারের জন্য ভারত সরকার একটি সামরিক বিমান পাঠিয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই, তালিবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর-পশ্চিম এবং দক্ষিনে অবস্থিত ছয়টি প্রাদেশিক রাজধানী তখন করে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে আফগানিস্থানে আফগান সেনা এবং তালিবানদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কোন অঘটন যাতে না ঘটে তড়িঘড়ি আফগানিস্থানে অবস্থিত ভারতীয় দূতাবাস সমস্ত ভারতীয় দের আফগান নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের মধ্যে চলমান যুদ্ধের হাত থেকে বাঁচাতে দেশে ফেরার জন্য অবিলম্বে আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গ উল্লেখ্য, উত্তর আফগানিস্তানের সবচেয়ে বড় শহর মাজার-ই-শরীফে পড়েছে কাতার কনস্যুলেট ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের অবস্থানরত এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, আফগান-তালিবান রণক্ষেত্র পরিস্থিতিতে ভারত এখন তার সমস্ত কনস্যুলেট বন্ধ করে দিয়েছে কেবল আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে।