পদ্মনাভ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের! এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 49 Second

তিন মাসের মধ্যে অডিটের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হল পদ্মনাভ মন্দির কর্তৃপক্ষকে। আজই এই নির্দেশ দেওয়া হয় দেশের শীর্ষ আদালতের তরফ থেকে।তিরুবনন্তপুরমের সর্বাপেক্ষা বিখ্যাত শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যেই গত ২৫ বছরের আয় এবং ব্যয়ের নিরীক্ষা করতে হবে, এমনটাই জানানো হল সুপ্রিম কোর্টের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর পদ্মনাভস্বামী মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আদালতের কাছে একটি আবেদন জানানো হয়। এই নিরীক্ষা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ট্রাভানকোর রাজপরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। যদিও আজ সেই আবেদন প্রত্যাখ্যান করে অডিটের মুখোমুখি হবার নির্দেশ দেওয়া হল মন্দিরের কর্তৃপক্ষকে।

বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, দেশের শীর্ষ আদালত জানিয়েছে ,গতবছর আদালতের তরফ থেকে দেওয়া নির্দেশ অনুসারে অডিটের আওতায় কেবল মন্দিরই ছিল না, ছিল ওই মন্দিরের কর্তৃপক্ষও। আজ বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এস আর ভাট এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি করেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রশাসনিক কমিটির তরফ থেকে দাবি জানিয়ে বলা হয়েছে করোনাকালীন কঠিন পরিস্থিতির কারণে কম পরিমাণ অনুদান পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। আর সেই কারণেই ট্রাস্টের অবদান প্রয়োজন এক্ষেত্রে। জানিয়েছে ট্রাস্টের তরফ থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে মন্দির প্রশাসনকে । যেখানে ট্রাস্টের কাছে ২.৮ কোটি টাকা ক্যাশ এবং ১.৯ কোটি টাকার সম্পত্তি রয়েছে। আর আজ এর উপর ভিত্তি করেই রাজপরিবারের কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। ২০২০ সালে দেশের শীর্ষ আদালতের তরফ থেকেই এই মন্দিরের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সহজে ঘুম আসেনা জেনে নিন টোটকা। এম ভারত নিউজ

“ঘুম পাড়ানি মাসী পিসি মোদের বাড়ি এসো” মা ঠাকুমারা এই গান শুনিয়ে ছেলেবেলায় ঘুম পাড়াতেন। কিন্তু সময়ের সারণিতে এই গান এখন বিলুপ্তির পথে,আবার কাজের চাপে ঘুম যেন দু চোখের পাতায় ধরা দিতেই চায় না। কিভাবে সহজে ঘুম আসবে? জানতে হলে মানতে হবে সহজ টোটকা।দিনে অন্তত পক্ষে ৭ ঘণ্টা ঘুমাতে বলে […]

Subscribe US Now

error: Content Protected