
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড মহানগরীর বুকে। গতকাল ভোর রাতে পার্ক সার্কাস সংলগ্ন ২১ নম্বর তপসিয়া রোডে রবারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে । ওই কারখানায় ‘রবারের জুতো’ তৈরি হত বলে জানা গেছে । গতকাল ভোর ৪’টে নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর । আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় সকাল ৮টা পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ইঞ্জিনগুলি, কিন্তু তারপরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দমকল। মূলত দাহ্য বস্তু থাকার কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভষ্মিভূত হয়ে গেছে কারখানার সমস্ত কিছু। পাশাপাশি এই ঘটনায় কারখানার একটি পাঁচিল ভেঙে পড়েছে। ওদিকে ছাদ ভেঙ্গে পড়ায় আটকে পড়েছিলেন এক উদ্ধারকর্মী, সাধারণ মানুষের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে । ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ার কারণে কাজ করতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। যদিও ঠিক কি কারণে এই আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে রাবার কাটিংয়ের মেশিনটি পুরনো হওয়ার কারণে সেখান থেকেই শট সার্কিট হয়েই বিধ্বংসী আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি ।