আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান । চলছে জাতীয় সংগীত । করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আজ সকাল১০. ৪৫ নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী ৪৩ জন বিধায়কেরা। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে রাজভবনের থ্রোন রুমে হতে চলেছে শপথ গ্রহণ। কোভিড সংক্রমনের কথা মাথায় রেখেই অনাড়ম্বর অনুষ্ঠান হবে বলে জানাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এই একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল। মূলত করোনার ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখেই আহবান জানানো হয়নি বিশেষ ব্যক্তিত্বদের। ইতিমধ্যেই আসন্ন মন্ত্রিসভার সদস্যরা প্রত্যেকেই রওনা হয়েছেন রাজভবনের উদ্দেশ্যে।
ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজভবনে প্রস্তুতি তুঙ্গে, এবং আজই শপথগ্রহণ শেষে মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে চলেছে নবান্নে। সেখানেই মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে বলে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত। যদিও সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকছেন অমিত মিত্রই। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে বেশকিছু হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি নতুন মুখও দেখতে পাওয়া যাবে বলে জানানো হয়েছে গতকাল । সচিবালয়ের তরফ থেকে একটি তালিকা জারি করা হয়েছিল আগামী দিনের মন্ত্রী সভার। আজ আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণমন্ত্রী দায়িত্ব দেওয়া হতে চলেছে রথীন ঘোষ, পুলক রায় ,বিপ্লব মিত্রদের। প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন সুজিত বসু ,ইন্দ্রনিল সেন, বেচারাম মান্না, সুব্রত সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য। উল্লেখ্য করোনা আক্রান্ত হওয়ায় আজ ভার্চুয়ালি শপথ গ্রহণ করতে চলেছেন ব্রাত্য বসু এবং শারীরিক অসুস্থতার কারণেও আসতে পারছেন না অমিত মিত্র । তিনিও ভার্চুয়ালি শপথ গ্রহণ করবেন আজ।