বন্দে ভারত মিশন ও এয়ার ট্রান্সপোর্ট বাবল এগ্রিমেন্টের আওতায় যে বিমানগুলি চলছে তাদের জন্যে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । যেসব কর্মীরা কোভিড নেগেটিভ, তাঁরাই বিমান নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে বন্দে ভারত মিশনের পঞ্চম পর্যায় চলছে । এর আওতায় যারা দেশে ফিরতে চান, তাঁদের নিজেদের নাম এই মিশনের মধ্যে নথিভুক্ত করতে হবে। এবং সেখানে এটাও জানাতে হবে যে তাঁরা বিদেশে আটকে পড়েছেন নাকি সেখানে বসবাস করছেন সহ আরও বেশ কয়েকটি প্রয়োজনীয় তথ্য । এই মুহূর্তে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কাতার, মলদ্বীপ ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিমান পরিষেবা চলছে ভারতের । এর আওতায় যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের নিজেদের নাম নথিভুক্ত করার কোনও দরকার নেই। আরও প্রায় ১৩টি দেশের সঙ্গে কথা বলছে ভারত। চুক্তি স্বাক্ষর হয়ে গেলেই সেই দেশগুলির সঙ্গেও বিমান পরিষেবা চালু হবে ।
ফের আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিয়ম বদল, দেখুন নতুন কি কি নিয়ম জারি করল কেন্দ্র
Read Time:1 Minute, 37 Second