মহিষাদলে কুণালের নিশানায় শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। মঙ্গলবারই ভগবানপুর থানার দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনসভা করছে বিজেপি। তার ঠিক পরের দিনই মহিষাদল বিধানসভার দ্বাড়িবেড়িয়াতে জনসভা করল তৃণমূল।

এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ শতাব্দী রায়,জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি এই একই মাঠে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে কটাক্ষ করেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ক্রেডিট নিচ্ছে শুভেন্দু। পাশাপাশি এদিন সভামঞ্চে নন্দীগ্রাম আন্দোলনের এক নেতৃত্বকে হাজির করে গান গাইয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সভা থেকে হুঙ্কার দিয়ে কুণাল বলেন, শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে সেখানেই তাকে হারানো হবে।

অন্যদিকে একই সুর শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের গলাতে। তিনি বলেন আগামী দিনে বাংলাকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সৌরভ ভালো আছেন, খোঁজ নিলেন শাহ । এম ভারত নিউজ

২৭ জানুয়ারি, বুধবারঃ আজ ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাপোলোর ১৪২ নম্বর কেবিনে চিকিৎসক আফতাব খানের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজ সৌরভের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে আসেন বৈশালী ডালমিয়া। হাসপাতাল থেকে বেরিয়ে এসে বললেন, ভালোই আছেন মহারাজ, সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই ওনার চেক-আপ চলছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী […]

Subscribe US Now

error: Content Protected