বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। মঙ্গলবারই ভগবানপুর থানার দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনসভা করছে বিজেপি। তার ঠিক পরের দিনই মহিষাদল বিধানসভার দ্বাড়িবেড়িয়াতে জনসভা করল তৃণমূল।
এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ শতাব্দী রায়,জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি এই একই মাঠে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে কটাক্ষ করেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ক্রেডিট নিচ্ছে শুভেন্দু। পাশাপাশি এদিন সভামঞ্চে নন্দীগ্রাম আন্দোলনের এক নেতৃত্বকে হাজির করে গান গাইয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সভা থেকে হুঙ্কার দিয়ে কুণাল বলেন, শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে সেখানেই তাকে হারানো হবে।
অন্যদিকে একই সুর শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের গলাতে। তিনি বলেন আগামী দিনে বাংলাকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি।