আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হলো ইডির সমস্ত তদন্ত। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 35 Second

করোনা পরিস্থিতিতে আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হলেও ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া। বর্তমানে দেশে করোনা সংক্রমনের, সংক্রমিতের নিরিখে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আগামী দশ দিন কোন নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে না কাউকে । এমনটাই জানালেন ইডি আধিকারিকরা। শুধু তাই নয় যাদের আগে থাকতেই তলব করা হয়েছিল তাঁদেরকেও বর্তমানে ইডির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাঁদের কাউকেই বর্তমানে আসতে হবে না। বর্তমানে রাজ্যের প্রতিটি অংশেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর তার এক সিংহভাগ রয়েছে মহানগরীর বুকে। সেই কারণে এই মুহূর্তে নিজাম প্যালেসে ইডির তদন্তের জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেওয়া হল।

নির্বাচনী আবহে সাধারণ মানুষ দেখতে পেয়েছে , একের পর এক তদন্ত ভার হাতে নিয়েছে ইডি । এবং তারপর থেকেই সেই সমস্ত মামলার তদন্ত করতে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক মহল, সর্বত্রই উচ্চপদস্থ কর্মচারীদের বারংবার ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে । এমনকি এখানে আজই ডেকে পাঠানো হয়েছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তার এক সঙ্গীকে । অনুব্রত একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন করোনা পরিস্থিতিতে বেড়োতে চাইছেন না তিনি। তবে তাঁর সঙ্গী জানিয়েছেন বাড়িতে পরিবারের সদস্যের করোনা আক্রান্ত হওয়ার কারণেই আপাতত হাজিরা দিতে পারবেননা নিজাম প্যালেসে। শুধু তাই নয় বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মচারীরা ইতিমধ্যে সেই একই কথাই বলছেন বর্তমানে করোনা সংক্রমনের জেরে কেউই উপস্থিত হতে চাইছেননা ইডির দপ্তরে। সম্ভবত সংক্রমণ এড়াতে এমন সিদ্ধান্ত নিলেন ইডির উচ্চপদস্থ আধিকারিকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রার্থীর মৃত্যুতে বৈষ্ণবনগরের ভোট স্থগিতের নির্দেশ দিল কমিশন। এম ভারত নিউজ

দেশজুড়ে করোনার দাপট হু হু করে বেড়েই চলেছে| তার মধ্যে রাজ্যে নির্বাচন চলছে, এবং এই ভোটের মরশুমেই একের পর এক প্রার্থী প্রয়াত হচ্ছেন করোনার কবলে পড়ে|এবার রাজ্যের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।তিনি সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ফলত নির্বাচন কমিশন এই কেন্দ্রে ২৯ তারিখ […]

Subscribe US Now

error: Content Protected