২০ হাজার লোক নিয়ে বিজয় উৎসবের ঘোষণা মদন মিত্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 29 Second

রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতির জেরে জারি রয়েছে কার্যত লকডাউন। দোকান-বাজার থেকে শুরু করে যেকোনো প্রকার জমায়েতেই রয়েছে নিষেধাজ্ঞা। এরই মাঝে প্রায় ২০ হাজার লোক নিয়ে আগামী ৩০শে জুন কামারহাটিতে তৃনমূলের বিজয় উৎসব করার কথা ঘোষণা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

শনিবারই স্যোশাল মিডিয়ায় নেতামন্ত্রীদের বেফাঁস মন্তব্যে লাগাম টেনেছে দল। যা ইচ্ছা তাই পোস্ট করার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। এর ফলে গতকাল ফেসবুক লাইভে এসে মদন মিত্র নিজেই বলেছিলেন যে আর সেই চেনা মেজাজে লাইভে পাওয়া যাবেনা তাঁকে। এমনকি হয়ত লাইভে আর আসবেনই না তিনি একথাও বলতে শোনা যায় তাঁকে। কিন্তু ১২ ঘন্টাও পেরোতে না পেরোতেও কার্যত জলাঞ্জলি গেল সেই কথার। আবারও ফেসবুক লাইভ করে এহেন বিতর্কিত মন্তব্য করলেন তিনি। রবিবার সকালে তাঁর ফেসবুক লাইভে তাঁকে বলতে দেখা যায় ” আমি ভাবছিলাম যে আগামী ৩০শে জুন প্রায় হাজার কুড়ি লোক নিয়ে একটা উৎসব করব। আমরা যে জিতলাম তার একটা উৎসব তো করতে হবে। সারাদিন গান বাজনা,হৈ-হুল্লোড় হবে। সব ধরনের সব ধর্মের লোক থাকবে তাতে”। তাঁর এহেন মন্তব্যের ফলেই দাবানলের মতন ছড়ায় বিতর্ক। এবছর বিপুল ভোটে রেকর্ড আসনে জেতার পরও কোনো বিজয় উৎসব করবেনা বলেই ঠিক করেছিল তৃণমূল। কিন্তু এবার সেই সিদ্ধান্তের একেবারেই উল্টোপথে হাঁটলেন মদন মিত্র। এ ব্যাপারে তাঁর অবশ্য সাফাই “অনেক বড় বড় মাঠ আছে কামারহাটিতে। ওখানে ফাঁকা ফাঁকা করে বসলেও এত লোক ঠিক ধরে যাবে। কোনও অসুবিধা নেই।” এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দলের পক্ষ থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ গেল মৎসজীবির । এম ভারত নিউজ

রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে তীব্র অনটন। কাজ নেই অজস্র মানুষের হাতে। এরই মধ্যে সুন্দরবন সহ বাংলার উপকূলবর্তী এলাকায় মাত্র দিন দশেক আগেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সব মিলিয়ে দূর্বিষহ হয়ে উঠেছে সুন্দরবনের ছবিটা। এই তীব্র অভাবের কারণে পেটের জ্বালা মেটাতে কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের শিকার হলেন মৎসজীবি। মর্মান্তিক এই ঘটনাটি […]

Subscribe US Now

error: Content Protected