বাগুইআটির ইস্ট মল রোডে এক যুবতীর রহস্যজনক মৃত্যু। শনিবার রাতে সুইটি কৌর নামে ওই যুবতীর দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। জানা গেছে সুইটি নৃত্যশিল্পী ছিলেন। বিভিন্ন পানশালায় চুক্তিভিত্তিক নৃত্য করতেন তিনি।
পুলিশ সূত্রে খবর, তিন মাস আগে ওই এলাকার মৃণাল কান্তি মণ্ডলের বাড়িতে সুইটি, সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে বাড়ি ভাড়া থাকতেন। তবে ৩১ ডিসেম্বর সুইটিকে শেষে বারের মত দেখেছিলেন বাড়িওয়ালা। শনিবার ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন বাড়িওয়ালা। এরপরই পুলিশ গিয়ে তালা ভেঙে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায়
যুবতীর দেহ উদ্ধার করে। বালিশ সরাতেই দেখা যায় সুইটির নাকের পাশে রক্তের দাগ। পুলিশের প্রাথমিক অনুমান, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবতীকে। এদিকে, যুবতীর সঙ্গী সৌরভ চক্রবর্তী বেপাত্তা। কী কারণে যুবতীর মৃত্যু হল তা খতিয়ে দেখতে সৌরভের খোঁজ চালাচ্ছে পুলিশ।