ত্রিপুরায় গ্রেফতার হলেন একাধিক তৃণমূল নেতারা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 29 Second

সারারাত অবরুদ্ধ রাখার পর, অবশেষে আজ সকালে ত্রিপুরার গ্রেফতার করা হল তৃণমূলের একাধিক নেতাদের। জানা যাচ্ছে আজ সকালে খোয়াইতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই খবর সর্বসমক্ষে এনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ । জানা যাচ্ছে , গতকাল রাত থেকে আটক করা হয়েছিল দলের বেশ কয়েকজন নেতাদের। সকালে তাঁদের গ্রেফতার করা হয় । এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আবহাওয়া বেশ কিছুটা উত্তপ্ত। ত্রিপুরা পুলিশের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে, রাতে শেষ পাওয়া পর্যন্ত খবরে, থানায় বসিয়ে রাখা হয়েছিল তিন তৃণমূল নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তকে। অবশেষে আজ সকালে তাঁদের গ্রেফতার করা হয় । জানা যায় আজই তাঁদের আদালতে তোলা হবে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত তৃণমূলের মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা পুলিশ জানিয়েছেন মহামারী আইনে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

তৃণমূলের এই সকল নেতাদের উদ্ধার করতে ইতিমধ্যেই ত্রিপুরার উদ্দেশ্য রওনা দিয়েছেন কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু। পাশাপাশি প্রয়োজনে আজই ত্রিপুরায় যেতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রসঙ্গে, সুদীপ রাহা টুইটে লিখেছেন, “রাতে বিজেপির গুণ্ডামি। ভোরে পুলিশের! আমাদের গ্রেফতার করে টেনে হিঁচড়ে খোয়াই থানায় নিয়ে যাচ্ছে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া হবে না। আমরা এই গুণ্ডামির শেষ দেখে ছাড়ব। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নীরজ চোপড়ার জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করল সিএসকে । এম ভারত নিউজ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩৩ কোটি মানুষের স্বপ্ন পূরণ করল নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপরা। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে উদযাপন করা শুরু করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে শুভেচ্ছাবার্তা । ইতিমধ্যেই হরিয়ানা সরকারের তরফ থেকে তাঁর নামে বিপুল […]
sports_642

Subscribe US Now

error: Content Protected