সিটের উপর ভরসা নেই, CBI তদন্ত চাইছে আনিস-পরিবার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 55 Second

সিটের উপর ভরসা নেই, সিবিআই তদন্তই চাইছে আনিসের পরিবার । আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যু তদন্তে জটিলতা যেন বেড়েই চলেছে । আজ সিট-এর সদস্যরা আনিসের বাড়িতে পৌঁছোতেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । পাশাপাশি তাঁদের সরাসরি সিবিআই তদন্তের কথাও জানায় মৃতের পরিবার । তদন্তকারী দলে ছিলেন তিন আইপিএস অফিসার। মিরাজ খালিদ, ধ্রুবজ্যোতি দে এবং প্রদীপ যাদব। জানা যাচ্ছে, আনিসের বাবা তাঁদের বলেন- “পুলিস খুন করছে, পুলিস আবার ময়নাতদন্ত করিয়ে নিচ্ছে। পুলিস আবার সিট তৈরি করছে। সিটের তদন্তে ভরসা নেই স্যর। দিদিকে বলব সিটের তদন্ত আমরা চাইছি না। দোষীদের সাজা চাই। সিবিআই ছাড়া তদন্ত মানব না।” অন্যদিকে আনিসের দাদা সাবির খান বলেন, “আজ শুনলাম তিনজন সাসপেন্ড হয়েছেন। কিন্তু সাসপেন্ড হলেই হবে না। আজ চারদিন হয়ে গেল যদি জানতে পারতাম একজন আসামিরও নাম সামনে এসেছে বা একজন ধরা পড়েছে, তাহলেও পুলিসের উপর ধীরে ধীরে আস্থা ফিরত। এখন আর আস্থা আসবে না। আমি বারবার দিদির কাছে অনুরোধ করছি সিবিআই তদন্ত হোক। কেন সিবিআই তদন্ত করাচ্ছেন না বুঝতে পারছি না। আমার বাবা চাইছেন, আমি চাইছি, গ্রামবাসীরা চাইছেন, সকলে সিবিআই তদন্ত চাইছেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি ! নয়া নির্দেশিকা ইউক্রেনে । এম ভারত নিউজ

দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে রুশ-ইউক্রেন সংঘাত। এর মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি ফেরালো ইউক্রেনের নয়া নির্দেশিকা। দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দেশ ছাড়তে পারবেন না ১৮ থেকে ৬০ বছরের কোনো পুরুষ। নির্দেশিকায় বলা হয়েছে, ‘ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা ইউক্রেনের সীমানা ত্যাগ করতে পারবেন না। এই নিয়ম সামরিক আইন […]

Subscribe US Now

error: Content Protected