ভোট গণনায় কোথায় কে এগিয়ে দেখে নিন এক নজরে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 54 Second

আজ বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ভোটের ফলাফলের দিন ।সকাল থেকেই চলছে ভোট গণনা। বিভিন্ন জায়গায় এই নিয়ে টানটান উত্তেজনা বর্তমান, পাশাপাশি বেশ কিছু জায়গা থেকে বিক্ষোভের খবর উঠে এসেছে। আজ সকাল ৯.৪৫ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে কোথায় এগিয়ে আছেন কোন দলের প্রার্থী ,দেখে নিন এক নজরে-

ভোট গণনার দিক থেকে টালিগঞ্জে এগিয়ে বিজেপির বাবুল সুপ্রিয় ৷ পিছিয়ে রয়েছেন তৃণমূলের অরূপ বিশ্বাস ৷ চুঁচুড়ায় ভোট গণনারদিক থেকে এগিয়ে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল৷ রাসবিহারিতে এগিয়ে বিজেপির সুব্রত সাহা ৷শ্যামপুকুরে এগিয়ে তৃণমূলের শশী পাঞ্জা ৷ পাশাপাশি আলিপুরদুয়ার, ফালাকাটা, রঘুনাথগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ ভোট গণনার দিক থেকে এখনও পর্যন্ত কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম এমনকি নিজের জয় নিয়েও আশাবাদী তিনি । তবে আজ নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে বলেছেন এই জয় দায়িত্বের জয়, আনন্দের নয়, তাই জিতলেও কোন বিজয় মিছিল বের হবে না।

এদিকে সকাল ৮:৫৩ পর্যন্ত সবং-এ পিছিয়ে তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়া।হাওড়ায় উত্তরে তৃণমূলের গৌতম চৌধুরী এগিয়ে। কলকাতা বন্দরে এগিয়ে ববি হাকিম সকাল ৮.৪০ পর্যন্ত ভোট গণনার দিক থেকে বাঘমুণ্ডিতে এগিয়ে ছিল সংযুক্ত মোর্চা।। সকাল ৮.৪৬ পর্যন্ত মোট ভোট গণনার নজিরে তৃণমূল ৬৪, বিজেপি ৬০ ও সংযুক্ত মোর্চা ৩টি আসনে এগিয়ে ছিল। সকাল ৮:৫৫ পর্যন্ত, ভোট গণনার নজিরে শিলিগুড়িতে এগিয়ে সিপিআইএমের অশোক ভট্ট্যাচার্য। পাশাপাশি ৯:০০ পর্যন্ত ভোট গণনার হিসেবে নয়াগ্রাম, দাঁতন, ঝাড়গ্রামে এগিয়ে রয়েছে বিজেপি। সকাল ৯:০৫ পর্যন্ত ভোট গণনার নজিরে ডোমজুড়ে এগিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার পিছিয়ে তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বিপুল ভোটে এগিয়ে শুভেন্দু । এম ভারত নিউজ

আজ ভোট গণনার দিনে হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকেই নজর সকল দলের। প্রথম রাউন্ড ভোট গণনার শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান বিজেপির তরফ থেকে দাঁড়ানো নন্দীগ্রাম কেন্দ্রের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে ৩৪৬০ ভোটে এগিয়ে যায় শুভেন্দু অধিকারী।যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এখনও আশাবাদী তারা এবং সব রাউন্ডের গণনার […]

Subscribe US Now

error: Content Protected