লক্ষ্য অবিজেপি দল গুলিকে একত্রিত করে বিজেপি বিরোধী জোট গঠন করা। লোকসভা নির্বাচন ২০২৪ এর লক্ষ্যেই এবার উঠেপরে লাগলেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। আর সে কারণেই আজই, বিজেপি বিরোধী জোট গঠন করতে ভার্চুয়াল বৈঠক ডাকলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিজেপি দলগুলির এই বৈঠকে আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি, আজ এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন, উদ্ধব ঠাকরে ও এম কে স্ট্যালিন-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানতে পারা গেছে মোট ১৫ টি রাজনৈতিক দলকেই আহ্বান জানানো হয়েছে। আজ বিকেল চারটের সময় এই বৈঠক ডাকা হয়েছে । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডাকা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি,সিপিআই এবং জেডিএস, ন্যাশনাল কনফারেন্স, সিপিএম সহ মোট ১৫টি রাজনৈতিক দলের সদস্যরা। আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব তথা সাংসদ রাহুল গান্ধী।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সমাজের পরিস্থিতি, কৃষক আইন এবং আফগানিস্তানের চলা সাময়িক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এছাড়াও লোকসভা নির্বাচন ২০২৪ এর আগে বিভিন্ন রাজ্যের ২০২২ বিধানসভা নির্বাচনকে কাজে লাগানো যায় কিনা এবং কোন বিরোধী সমীকরণ গঠন করা সম্ভব কি-না তা খতিয়ে দেখতে আজকের এই বৈঠক ডেকেছেন তিনি।