বড় পদক্ষেপ কেন্দ্রর, ১০০ দিনের কাজে নয়া নির্দেশিকা। এম ভারত নিউজ

Mbharatuser

এই কাজের দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের।

0 0
Read Time:2 Minute, 55 Second

নতুন বছরে ১০০ দিনের কাজে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। মূলত এই ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজ্যের তরফে বারংবার অভিযোগ তোলা হয়েছে। এবার এই ব্যাপারে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। মনরেগা প্রকল্পে শ্রমিক সহ অন্যান্য কর্মীদের ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। এর জন্য চালু হবে নতুন মোবাইল অ্যাপ। কী ধরনের কাজে যুক্ত, কাজের সময় ও জায়গা, সংশ্লিষ্ট কর্মীর ছবি প্রভৃতি খুঁটিনাটি সমস্ত কিছু যুক্ত করা হবে মোবাইল অ্যাপটিতে। ইতিমধ্যে নয়া নির্দেশিকা জারি হয়েছে। ১ লা জানুয়ারি থেকে লাগু হবে এই ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার কাজ। এই কাজের দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের।

শুধু বাংলা নয়, মনরেগা প্রকল্প নিয়ে অন্যান্য রাজ্য থেকেও ক্রমাগত দুর্নীতির অভিযোগ এসেছে। তবে পশ্চিমবাংলা যে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে তা স্পষ্ট করেছে কেন্দ্রীয় মন্ত্রক। বঙ্গ বিজেপি নেতারা একাধিকবার এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে সোচ্চার হয়েছেন। প্রত্যুত্তরে কেন্দ্রীয় সরকার রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তের জন্য নাকি বিশেষ দল পাঠিয়েছিল এবং সেই দলের রিপোর্ট অনুযায়ী রাজ্যকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হলে, রাজ্য সরকার এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। সূত্রের খবর, ১০০ দিনের কাজের দুর্নীতিতে ৫ জন সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে এবং ১১৯ জনকে দেওয়া হয়েছে শোকজ নোটিস। ৩৭ জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এফআইআর দায়ের হয়েছে ৯ জন সুপারভাইজার এবং ৪ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেমন আছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন দেবী? জানুন। এম ভারত নিউজ

একে একে হীরাবেন দেবীকে দেখতে হাসপাতালে আসছেন অন্যান্য নেতা মন্ত্রীরাও।

Subscribe US Now

error: Content Protected