২০২১ এর বিধানসভা ভোটে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই আজ মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা ছিল পুরুলিয়ায়।প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করেন তৃণমূলনেত্রী। স্বভাবতই প্রতিটি সভা থেকেই বিজেপিকে তুলোধনা করেন মমতা। মঙ্গলবার পুরুলিয়ার কাশীপুরের সভা থেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ BJP পুজো হবেনা এ রাজ্যে, দাঙ্গার পুজো করে ওরা, দাঙ্গার পুজো হবেনা’। এখানেই শেষ নয়, পারার সভাতেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তিনি,সেখানেও রণহুংকার ছেড়ে মমতা বলেন ” ওরা আমার মাথায় মেরেছে, হাতে মেরেছে,পায়ে মেরেছে, কিন্তু ওরা জানেনা আমি ভাঙব তবু মচকাবো না, বাংলার মা বোনদের দুটো পা দিয়েই চলব আমি”। তিনি আরো বলেন, ‘মনে রাখবেন, আমি এখানে প্রার্থী। এরা না জিতলে আমি সরকার গঠন করতে পারব না। আমার ভরসা আপনারা। এবারের নির্বাচনে মা-বোনেরা লড়াই করুন। তাই বলি খেলা হবে, এবং খেলাতে এমন করে মারবেন বল যেন বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে পারেন। আমাকে চমকে ধমকে লাভ হবে না।’
কিছুদিন আগে নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পরও লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন মমতা। বিনা যুদ্ধে এক কাচ্চা জমিও ছাড়তে নারাজ তিনি। এই ভোটে নন্দীগ্রাম থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মঙ্গলবার কেশপুরে সভা করেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেশপুরের মঞ্চ থেকে বলেন “আব কি বার ২৫০ পার, এবার পশ্চিমবঙ্গে ২৫০ এর ও বেশি আসনে জিতবে তৃণমূল। কেশপুরের সভা থেকে বিজেপিকে বাংলা থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিজেপি বাংলায় ২০০ পার করার কথা বলছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এবার ২৫০ পার করবে। লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও কেশপুরে তেমন কায়দা করতে পারেনি। বিধানসভা ভোটে তাই কেশপুরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সেকারণে তিনি হুঙ্কার দিয়েছেন পশ্চিম মেদিনীপুরে এবার ১৫-০ হবে বিজেপি। অবিভক্ত মেদিনীপুরে বিজেপিকে ৩৫-০ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি আজ। প্রসঙ্গত উল্লেখ্য, অবিভক্ত মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে ৩৫-০ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।