লখিমপুর সংঘর্ষে ধৃত ২, পলাতক মূল অভিযুক্ত । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দরুন লখিমপুর খেরির কৃষক মৃত্যুর ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের নাম আশিস পাণ্ডে ও লবকুশ রাণা। এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে তলব করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি যোগীরাজ্যের পুলিশের। এই প্রসঙ্গে লখিমপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত আশিস ও লবকুশ দু’জনেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দ্রুত তাঁদেরও গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বৃহস্পতিবার লখিমপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চায়, হিংসার ঘটনায় এখনও পর্যন্ত কত জনকে গ্রেফতার করা হয়েছে? এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে স্টেটাস রিপোর্টও তলব করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। শুক্রবার ফের মামলার শুনানি। কোর্টের জবাব তলবের কয়েক ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ-সহ জাতীয় রাজনীতি। ঘটনার তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলেছে বিরোধীরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্তনীয়। এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার এই মামলার ঘটনা প্রবাহ কোন দিকে এগোয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লখিমপুর ঘটনার নিন্দা করে বিজেপিতে কোণঠাসা মেনকা-বরুণ । এম ভারত নিউজ

এবার বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন মেনকা গান্ধী ও বরুণ গান্ধী। সম্প্রতি লখিমপুর কৃষক হত্যার প্রতিবাদে নিন্দায় মুখর হয়ে উঠেছিলেন বরুণ। অপরদিকে মহাত্মা গান্ধীর জন্মদিবসে নাথুরাম গডসের স্তুতির বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। তারই জেরে বরুণকে বিজেপিতে আরও কোণঠাসা করে দেওয়া হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বুধবার টুইটারে বরুণ […]

Subscribe US Now

error: Content Protected