আগামিকাল থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। খুলে দেওয়া হবে সুইমিং পুল সহ একাধিক ক্ষেত্র। করোনা অতিমারীর মধ্যেই জনজীবন স্বাভাবিক করতে অক্টোবর থেকে খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। তবে ওইসব সিনেমা হল বা মাল্টিপ্লেক্স হতে হবে কনটেনমেন্ট জোনের বাইরে। এনিয়ে পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে সরকার।একটি নির্দেশ হল মাত্র ৫০ শতাংশ দর্শক নিতে পারবে হলগুলি। ৫ অক্টোবর থেকে খোলা যাবে হোটেল, রেস্তোরাঁ, বার। সেখানেও ৫০ শতাংশের বেশি লোকের অনুমতি নেই।
তবে মহারাষ্ট্রে ৩১ অক্টোবর পর্যন্ত সব কনটেনমেন্ট জোনে লকডাউন জারি থাকছে। একথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১ অক্টোবর থেকে সিনেমা হল খোলার কথা বলেছিলেন। তবে তা করতে হবে করোনা স্বাস্থ্য বিধি মেনে। অন্যদিকে, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ধাপে ধাপে স্কুল খোলা যেতে পারে ১৫ অক্টোবরের পরে। সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
এছাডা়ও নির্দেশিকায় বলা হয়েছে-
যেসব স্কুলে অনলাইন ক্লাস চালু রয়েছে সেখানে পড়ুয়ারা যদি চায় তাহলে তারা স্কুলে নাও আসতে পারে।
