Read Time:1 Minute, 24 Second
করোনা আবহে করোনার টিকা নির্মাণের পরে শান্তির নিশ্বাস ফেলেছিল দেশবাসী। তবে পাশাপাশি কিছুটা হলেও চিন্তা থেকেই যায় । সেই ভয় কাটিয়ে কোনরকমে শুরু করা হয়েছিল গণ টিকাকরণ তবে সেই মহারাষ্ট্রের এক ব্যক্তির মৃত্যুতে আতঙ্ক তৈরি করল এই করোনার টিকা।

সূত্রের খবর অনুসারে জানা গেছে ওই ব্যক্তি করোনার দ্বিতীয় দফার টিকা নেওয়ার পরেই মারা যান। যদিও কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বলা যাচ্ছে না যে, এই মৃত্যুর কারণ করোনার টিকা । তাই তাঁর মৃতদেহ কে পোস্টমর্টেমের জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ফলাফল সামনে এলেই বুঝতে পারা যাবে আদপেও কারণটি কী!
যদিও পরিবার সূত্রে জানানো হয়েছে সেই ব্যক্তির হাইপারটেনশনের মতো সমস্যায় ভুক্তভোগী ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।