Read Time:1 Minute, 17 Second

ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের । আগামীকাল এই রেশন পৌঁছে দেওয়ার কাজ হবে । দুয়ারে সরকারের পর দুয়ারে রেশন । রেশন পাওয়ার জন্য আর যেতে হবে না এশন দোকানে বরং সরকার নিজেই সেই রেশন নিয়ে পৌঁছে যাবে মানুষের বাড়িতে । আগামীকাল নন্দীগ্রাম দিবসে নিজে হাতে এই ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে । ১০ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এই রেশন । ভোটের আগে এই পরিকল্পনার মাধ্যমে সাধারন মানুষের কাছে তাঁদের বার্তা। তৃণমূলকে ভোটদিলে তাঁদের বাড়িতেই পৌঁছে যাবে রেশন । রেশন অর্থাৎ বাঁচার মুল ইন্ধন বাঁ বলা যায় মানুষের রোটি, সেই রোটি মুখে তুলে দেওয়ার প্রতশ্রুতিতে তৃনমূল সরকার । ২০২১-এর আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই ভাবনা একেবারে মোক্ষম চাল বলা যেতেই পারে ।