২১-এর মহা বুধবার সুপারহিট, শুভেন্দুর নিশানায় শাসকদল। এম ভারত নিউজ

admin

বিজেপি ও সিপিএমের পর একেবারে তৃতীয় স্থান পেল রাজ্যের শাসক দল।

0 0
Read Time:2 Minute, 52 Second

কাঁথিতে বিজেপির আজকের সভা হিট। সভায় মোটামুটি উপচে পড়েছিল ভিড়। দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়ও ছিল দেখার মতো। সেই ভিড়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, ‘আজকে কাঁথির বিজেপি লেজ দেখাল। মাথা দেখায়নি। তবে তা ঠিক সময়ে দেখাব। লোকসভার দুটো আসন সুধাম পণ্ডিত ও তপন পণ্ডিত প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।‘ বিজেপি কর্মীদে উদ্দেশ্যেও তিনি বলেন আগামী বছর তারা যা চাইছে তাই হবে। এদিন একের পর এক রুদ্ধশ্বাস স্লোগান দেন তিনি মঞ্চ থেকে। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোট করতে পারবেন তো? আপনারা ছোট ছোট চোর এবং একশো দিনের টাকা খাওয়া চোরদের ধরাতে পারবেন তো? আর বড় চোরটাকে ছেড়ে দিন আমার ওপর।‘ শুভেন্দুর দেওয়া তিনটি তারিখের মধ্যে আগের দুটি ফ্লপ হলেও আজকেরটা পুরো হিট। ভোটে জিতে রাজ্যে ক্ষ্মতায় আসার চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা। ডাবল ইঞ্জিন সরকার গড়ার ব্যাপারে দারুন প্রত্যাশি তিনি। এছাড়াও শুভেন্দুর কথায় ‘দিন এবং মাস বদলাবে কিন্তু সাল বদলাবে না।‘

পাশাপাশি মঙ্গলবার কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠন নির্বাচনে কাঁথি সাংগঠনিক জেলার একাধিক দাপুটে তৃণমূল নেতাদের হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি সমর্থিত প্রার্থী অধ্যাপক চন্দন কুমার মণ্ডল। এদিনের ভোটে মোট ৩৭৫ জন শিক্ষক ও অধ্যাপক ভোটার হিসেবে ছিলেন। আর ভোট দিয়েছেন মোট ৩২৯ জন শিক্ষক ও অধ্যাপক। তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে। গোটা বিজেপি দল এই জয়ে উচ্ছ্বসিত। বিজেপি ও সিপিএমের পর একেবারে তৃতীয় স্থান পেল রাজ্যের শাসক দল। আজকের সভাতে এই ঘটনাটি আরও বেশি উত্তাপ জুগিয়েছে। সব মিলিয়ে ২১ শের মহা বুধবার জমে গিয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেন্দ্র, রাজ্য সর্বত্র বসছে হাই লেভেল বৈঠক। ফের থাবা বসাচ্ছে করোনা! এম ভারত নিউজ

ওমিক্রনের বিএফ.৭-র সাব ভ্যারিয়েন্টের জন্যই মূলত চিনে সংক্রমণ এত বেশি ছড়াচ্ছে।

Subscribe US Now

error: Content Protected