টলিপাড়ার সাথে রাজনৈতিক মহল এর সম্পর্কটা এখন বেশ কিছুটা পুরোনো হয়েছে । তবে রং বদলের গল্পটা এখনও সেভাবে শুরু হয়নি সেখানে। দেব ,মিমি ,নুসরাত, সোহমের পর কৌশানি । একে একে অনেকেই যোগদান করেছেন তৃণমূলে। তবে এরই মধ্যে রাজনৈতিক মহলের জল্পনাকে তুঙ্গে নিয়ে গিয়েছে হিরনের বিজেপিতে যোগদানের সম্ভাবনার খবর। নতুন বছরের শুরুতেই বিজেপি থাবা বসিয়েছে টলি পাড়াতে। বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ সহ অভিনেতা কৌশিক।

তবে সম্ভবত এবার বিজেপিতে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোন কথা তিনি জানাননি, তবে নিজের ঘনিষ্ঠমহলে এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি । পাশাপাশি আগামীকাল ডোমজুড়ে বিজেপির সভায় অমিত শাহ এর পাশে দেখতে পাওয়া যেতে পারে হিরণকে। তাহলে কি রাজিব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি ? প্রসঙ্গত উল্লেখ্য গতকালই বিকেলে অমিত শাহের নিজ বাসভবনে বিজেপিতে যোগদান করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ,বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থ সারথী চট্টোপাধ্যায়রা ৷
দীর্ঘদিন ধরে তৃণমূলের সহ-সভাপতি পদে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় । এমনকি বহুবার তাঁকে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সভায় উপস্থিত থাকতে দেখা গেছে। তবে গত কয়েক বছরে সেরকম ভাবে টিভির পর্দায় তাঁকে আর দেখতে পাওয়া যায়নি । সম্ভবত কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা ,আর সেই কারণেই হয়তো দলবদল! যদিও হিরণ চট্টোপাধ্যায় তাঁর নিজের বক্তব্যে জানিয়েছেন, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদেই রয়েছেন তিনি এবং রাতারাতি দলবদল করবেন ঠিক এমনটাও নয়।