নবান্নেই হবে বৈঠক, শুভেন্দুকে চিঠি মমতার। এম ভারত নিউজ

admin

আগে বিধানসভায় ওই বৈঠক হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে

0 0
Read Time:2 Minute, 40 Second

মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করতে বিরোধী দলনেতাদের নিয়ে বৈঠকের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই বিরোধী দলনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। আগে বিধানসভায় ওই বৈঠক হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে সেই বৈঠকের দিনক্ষণ ও স্থান উভয়ই পরিবর্তন করা হয়েছে।

সূত্রের খবর, আগামী ১৪ ডিসেম্বর দুপুর ১ টা নাগাদ নবান্নের ১৪ তলায় বৈঠক হওয়ার কথা ঘোষণা হয়েছে । সেই বৈঠক আহ্বান করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে হাজির থাকার জন্য আমন্ত্রণপত্র গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসেও। তবে লাখ টাকার প্রশ্ন হল- শুভেন্দু অধিকারী কি সেই আমন্ত্রণ পত্র-এর সাড়া দেবে। নাকি “RED FLAG” দেখাবেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্রকে।

উল্লেখ্য, আসন্ন মন্ত্রিসভার যে বৈঠক বসতে চলেছে সেখানে আলোচ্য বিষয় কি হতে চলেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে লোকসভা ভোট পূর্বে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন বলেই নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, প্রথমে ওই বৈঠকের দিনক্ষণ ঘোষণা হয়েছিল ৪ ডিসেম্বর। সময় দেওয়া হয় দুপুর ৩টে। বৈঠকের জায়গা ঠিক হয়েছিল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে। তবে বিশেষ কিছু কারণে শুক্রবার নবান্নের তরফে ওই বৈঠকের স্থান এবং সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। তাতে বলা হল, আগামী ১৪ ডিসেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠক হবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উপাচার্য নিয়োগ মামলায় বড় নির্দেশিকা আদালতের, জানুন বিস্তারিত। এম ভারত নিউজ

এদিনের রায়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে

Subscribe US Now

error: Content Protected