উপাচার্য নিয়োগ মামলায় বড় নির্দেশিকা আদালতের, জানুন বিস্তারিত। এম ভারত নিউজ

admin

এদিনের রায়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে

0 0
Read Time:2 Minute, 57 Second

উপাচার্য নিয়োগ মামলায় চাঞ্চল্যকর মোড়। উপাচার্য নিয়োগ মামলায় ফের সব পক্ষের আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা ওঠে। সেই মামলার শুনানিতে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনের রায়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরি করার জন্য আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা এক সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুনানির দিনও একই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তর যুগ্ম সাংবিধানিক বেঞ্চ।

প্রসঙ্গত, একের পর এক পছন্দের প্রার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য পদে বসানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যার জেরে বিগত কয়েক মাস ধরে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। সম্প্রতি যার জল গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। রাজ্যের করা মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যপাল বোস। ওই মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ করেছিল রাজ্য সরকার।

ওই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী মনু সিংভি অভিযোগ করেন, ‘বারবার আবেদন সত্ত্বেও আলোচনায় বসার ক্ষেত্রে সাড়া দেননি রাজ্যপাল’। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় না বসায় বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুলিশের জালে ইডি, ক্ষমতার প্রভাব খাটিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ! এম ভারত নিউজ

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ইডি আধিকারিক

You May Like

Subscribe US Now

error: Content Protected