ফের হাসপাতালে মিরা ভট্টাচার্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

করোনা জয় করে ২৪ ঘন্টা পার হতে না হতেই ফের হাসপাতালমুখী মীরা ভট্টাচার্য। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, প্যানিক অ্যাটাক হয়েছে মিরা ভট্টাচার্যের। অসংলগ্ন কথাবার্তা বলছেন বুদ্ধদেব জায়া। শুধু তাই নয় এমনকি তাঁর কথাও জড়িয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। তাই সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মূলত মিরা ভট্টাচার্যের বাড়ি ফেরার পরই শারীরিকভাবে আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মানসিকভাবে বেশ কিছুটা ভেঙে পড়েন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই একত্রে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে শারীরিক অবস্থা বেগতিক থাকায় প্রথমেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল মীরা ভট্টাচার্যকে। এমনকি হাসপাতালে চিকিৎসায় দ্রুত সাড়া দিয়ে সুস্থ হয়ে ওঠেন মীরা দেবী এবং গতকাল হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হলে, বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে আজ পুনরায় অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হতে হয় তাঁকে।

ওদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের স্যাচুরেশন মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা ক্রমাগত বেগতিক দেখে আচমকাই দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। জানা যাচ্ছে বর্তমানে বাইপাস সাপোর্টে রয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ইয়াসে'র আগেই ঝড়ের ধাক্কা রাজ্যে, মৃত ২ । এম ভারত নিউজ

রাজ্যে আগত ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই তৎপর রাজ্য সরকার। তবে যশ পূর্ববর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট টর্নেডোর আকারের ঝড় দেখতে পাওয়া যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই হালিশহরে মাত্র দেড় মিনিটের ঝড়ে প্রায় চল্লিশটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি। পাশাপাশি পান্ডুয়াতে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গিয়েছেন দুজন। বিজপুর […]

Subscribe US Now

error: Content Protected